দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাগদা বিধানসভা উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্ক নিজেদের পক্ষে টানতে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হল ঠাকুরবাড়ির সদস্যকেই। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুরকে বাগদা বিধানসভা থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। মধুপর্না ঠাকুর সক্রিয়ভাবে রাজনীতিতে কখনও যুক্ত না থাকলেও সে মতুয়া আন্দোলনে মা মমতাবালা ঠাকুরের সঙ্গেই থাকতেন। আর ঠাকুরনগরে অবস্থিত প্রিয়ার ঠাকুর গভমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা ঠাকুর। পড়াশোনা শেষ করে বাড়িতেই ছিলেন মধুপর্না। সম্প্রতি বড়মা বীণাপাণি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাওয়ার জন্য অনশনে বসেছিলেন মধুপর্না। তখনই সবার নজর আসেন তিনি। অত্যন্ত কম বয়সী একজন যুবতীকে প্রার্থী করার জেরে জোর চর্চা শুরু হয়েছে।বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ-সংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও, তিনি মতুয়া আন্দোলনে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে থাকেন। ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছে মধুপর্না।দিন কয়েক আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির অন্যতম সদস্য বিজেপির শান্তনু ঠাকুর। সে জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভা জয় তৃণমূলের কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে প্রার্থী করলেও তিনি পরাজিত হতে অনেকেই ভেবেছিলেন তাকেই আবার বাগদা বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করবে তৃণমূল। তবে তা না করে, মধুপর্নার উপরই বাজি ধরল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।