প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছে ৪ সদস্যের প্রতিনিধিদল। শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সদস্যের দল গঠন করেছেন খোদ বিজেপি সভাপতি জেপি নড্ডা। আগামী সপ্তাহেই এই দল রাজ্যের বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন করবে বলে বিজেপি সূত্রে খবর।শনিবার জারি করা ওই প্রেস বিবৃতিতে সই রয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের। তাতে বলা হয়েছে, ওই কমিটিতে থাকছেন বিজেপির চার সাংসদ প্রতিনিধি। এঁরা হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব। তিনিই ওই কমিটির আহ্বায়ক। এছাড়া থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই চার সদস্যের কমিটি পশ্চিমবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট হয়েছে। ২টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসার ধারা অব্যহত রয়েছে। গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলগুলির নেতা – কর্মীদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। বিজেপির আবেদনের ভিত্তিতে রাজ্যে ২১ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে শয়ে শয়ে আক্রান্ত বিজেপি কর্মী কলকাতাসহ জেলার বিভিন্ন দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা পেতে আদালতের দিকে তাকিয়ে তারা। এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধিদল।