প্রসেনজিৎ ধর :- আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে শুরু হয় প্রভু জগন্নাথের রথযাত্রা | সঙ্গী থাকেন দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা | এই বছর রথযাত্রার দিন ৭ জুলাই | আর রথযাত্রা উপলক্ষ্যে হুগলির বাঁশাই কানাইপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হতে চলেছে রথ মেলা| এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই রথের মেলা |৭ ই জুলাই এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী | ৭ তারিখ থেকে অনুষ্ঠিত এই মেলা চলবে ১৫ ই জুলাই পর্যন্ত| প্রতিদিন বিকেল ৪ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চলবে এই মেলা |এই মেলা শুরুর দিন অর্থাৎ ৭ ই জুলাই এক রথ সাজানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে |এছাড়া এই মেলায় অন্যান্য স্টলের সাথে বিশেষ আকর্ষণ হস্ত শিল্প এবং বস্ত্র শিল্পের নানা সম্ভার |এই বিষয়ে মেলার উদ্যোক্তা পিন্টু চক্রবর্তী বলেন এই এলাকার শিশুদের নিয়ে রথের প্রতিযোগিতা ও রথের মেলা আমরাযই প্রথম করি এবং এই বছর আরও বড় করে হতে চলেছে | এই মেলা বসবে নৈটি রোডের উপর কোন্নগর হাই স্কুলের মাঠে |