দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল রাজ্য। এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে স্নাতক স্তরে ৭২১৭টি কোর্সে ভর্তি প্রক্রিয়া চলবে এই পোর্টালের মাধ্যমে। তবে কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়,স্বশাসিত কলেজ,সংখ্যালঘু কলেজ,বিএড,ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফ্টস,নৃত্য,সঙ্গীত কলেজের কোর্স/প্রোগ্রাম। দেশের যে কোনও প্রান্তের শিক্ষার্থী এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিনামূল্যেই আবেদন করা যাবে।শিক্ষামন্ত্রী জানান, ২৪ জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে। প্রথম দফায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই। কাউকে কলেজে কলেজে গিয়ে বা অনলাইনে আলাদা করে ফর্ম ফিলাপ করতে হবে না। এবার সবটাই হবে অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে। সেখানে নিজের পছন্দ মতো কলেজে পছন্দের বিষয়ে বা বিভাগে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ ২৫টি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। প্রার্থীদের একটি বিষয়ের জন্যই অর্থ দিতে হবে। কোথাও কোনও আসন খালি থাকলে তখন প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা। শিক্ষামন্ত্রী জানান, সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই লক্ষ্যেই এবার চালু হল কেন্দ্রীয় পোর্টাল |