Breaking News

শিয়ালদহ স্টেশনে এবার বিশেষ পরিষেবা!তিনটি প্ল্যাটফর্ম থেকে এবার রোজ ছাড়বে এই ‘বিশেষ’ ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ স্টেশনে ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২ কোচের EMU লোকাল চালু শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে ৩, ৪ নম্বর প্লাটফর্ম সম্পসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুটি প্লাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ছাড়বে।শিয়ালদহ ডিভিশনে প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে প্রতিদিন। কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় শিয়ালদহ স্টেশনে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের ট্রেন চালানো যেত না। আগে ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের ইএমউ লোকাল চলত বলেই যাত্রীরা অসন্তোষ প্রকাশ করতেন। পূর্ব রেল এবার যাত্রীস্বাছন্দ্যের কথা মাথায় রেখেই ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করেছে। এর মধ্যে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। এর ফলে যাত্রীরা আরও স্বাছন্দ্যের সঙ্গে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন।
এই রুটে ট্রেন এখন ১২ কোচের হওয়ার ফলে আগে একটি ট্রেনে যত সংখ্যক যাত্রীকে নিয়ে যাওয়া যেত এখন তার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করা সম্ভব হবে। ৯ কোচের ট্রেনের পরিবর্তে ১২ কোচের ট্রেন চলায় ট্রেন-প্রতি প্রায় ১০০০ জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। ৯ কোচের ট্রেনের চেয়ে ১২ কোচের ট্রেনে সিটসংখ্যা ২৫ % বেশি। ফলে যাত্রীদের যাতায়াতে স্বাচ্ছন্দ্য অনেক বাড়বে। ৯ কোচের ট্রেনে বিধাননগর ও দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে অনেক অসুবিধা হত। ১২ কোচের ট্রেন চালু হওয়ার ফলে তাঁদের সুবিধা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁরা এই পরিবর্তনে খুবই খুশি।পূর্ব রেলওয়ের জনসংযোগ বিভাগের মুখপাত্র কৌশিক মিত্র জানিয়েছেন, ” পূর্ব রেলওয়ে নির্ভরযোগ্য ও যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ১, ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম এ ১২ কোচের ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদ ভ্রমণ করতে পারবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *