ইন্দ্রজিত মল্লিক:- হাওড়া ব্রিজের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কেন তিনি রেলিং টপকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে এখনও একটি শব্দও বলেননি ওই যুবক। পুলিশ সূত্রের খবর, ২৭ বছর বয়সী যুবকের নাম বিশ্বকর্মা কুমার। বিহারের সিওয়ানে তাঁর বাড়ি। তিনি কীভাবে কাঁটাতার টপকে রেলিং-এর পাশে পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ|শনিবার সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাঁকে দেখতে পায়। এরপরেই দৌড়ে গিয়ে তাঁকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো হয়। প্রথম দিকে রেলিংয়ের ওপার থেকে থেকে ওই যুবককে কিছুতেই এপারে নিয়ে আসা যাচ্ছিল না। এরপর দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় যুবকের। যাতে সে আর ঝাঁপ না মারতে পারে। ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পরে তাঁকে মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। যুবকটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।হাওড়া দমকল বিভাগের আধিকারিক সোমনাথ প্রামাণিক জানান, পুলিশ থেকে ফোন আসে এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে উদ্ধার করতে হবে।সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ব্রিজের রেলিং কী ভাবে সে টপকালো তা জানার চেষ্টা চলছে।