Breaking News

প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌প্রেসিং ফুটবল’‌ শুরু!একের পর এক বৈঠক নবান্নে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্পেন সফরে গিয়ে ‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রেসিং ফুটবল’ শিখে এসেছিলেন কি না, কেউ জানেন না। কিন্তু কাকতালীয় হলেও সত্যি যে, জার্মানিতে ইউরো কাপে যখন স্পেন সবচেয়ে বেশি ‘প্রেসিং ফুটবল’ খেলছে, তখন পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের পরে রাজ্য প্রশাসনে ‘প্রেসিং ফুটবল’ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা | এখন ইউরো কাপে যখন স্পেন সবচেয়ে বেশি ‘প্রেসিং ফুটবল’ খেলছে, তখন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর রাজ্য প্রশাসনে ‘প্রেসিং ফুটবল’ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন আমলা থেকে শুরু করে দফতরের মন্ত্রীরা। একের পর এক ম্যারাথন বৈঠক এবং সমস্ত কিছুর হাল–হকিকত সরেজমিনে জেনে নেওয়া কম বড় ব্যাপার নয়। তাঁর নখদর্পণে যে সবটাই আছে সেটাও বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি।দু’‌বছর পর রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই সেরে রাখতে চান। এখন বাংলায় প্রধান বিরোধী দল নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত হয়ে পড়েছে। লোকসভা নির্বাচনে এমন ভরাডুবির নেপথ্যে ‘‌আসল অপরাধী’‌ কে?‌ সেটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন বিজেপি নেতারা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে বল ধরে সামনে এগোতে শুরু করেছেন। আজ, সোমবার রাজ্যের সমস্ত পুরসভার মেয়র এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে করতে চলেছেন তিনি। আর তারপর মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। এই ম্যারাথন বৈঠক প্রশাসনিক পর্যায়ে করে যাওয়াকেই ‘‌প্রেসিং ফুটবল’‌ বলা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *