Breaking News

হাইকোর্টের নির্দেশে জমি দখলমুক্ত করতে গিয়ে পুলিশকে ‘বাধা’,ধুন্ধুমার মাঝেরহাটে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টের নির্দেশে জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পুলিশ। মাঝেরহাট স্টেশনের কাছে হেলেন কেলার সরণিতে তুমুল উত্তেজনা। আপাতত বন্ধ কাজ। পুনর্বাসনের দাবিতে সরব এলাকাবাসী।মাঝেরহাট স্টেশনের উল্টোদিকে ২ নম্বর হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের বেশ কিছু জমি আছে। সেই জমিই দখলের অভিযোগ তোলে পোর্ট ট্রাস্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এদিন কর্তৃপক্ষ সেই দখলমুক্ত করতে আসে। এরপরই স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় তাদের। ফুটপাতের উপর বেশ কয়েকটি দোকান, কিছু ঘরবাড়ি, ক্লাব রয়েছে। তারাই প্রতিবাদ করে যে এভাবে কোনও নোটিস ছাড়া সরিয়ে দেওয়া যাবে না। মহিলা, পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই এলাকায় বসবাসকারীদের দাবি, “আমরা দখল করিনি। এটা ফুটপাথ। পোর্টের গেট প্রায় ৬০০ মিটার দূরে। এখানে একটি ক্লাব রয়েছে। সেখানে নানা জনসেবামূলক কাজ হয়। ক্লাবে স্কুল চলে। সেখানে এলাকার কচিকাঁচারা পড়াশোনা করে। বিনা নোটিসে উচ্ছেদ করা হচ্ছে।” পুনর্বাসনের বন্দোবস্ত না করলে উচ্ছেদ সম্ভব নয় বলেই এককাট্টা এলাকাবাসীরা। তার ফলে আপাতত বন্ধ জবরদখলকারীদের উচ্ছেদের কাজ। যদিও পোর্ট ট্রাস্ট্রের তরফে দাবি করা হয়েছে, জমি দখল করে কোনও ক্লাব নয়, সেখানে তৃণমূল কার্যালয় ছিল। রাতারাতি ক্লাব তৈরি করে এবং জনসেবামূলক কাজের কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন স্থানীয়রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *