Breaking News

পার্টি অফিসের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের এক কর্মী!ব্যাপক শোরগোল খড়গপুরে

প্রসেনজিৎ ধর :- তৃণমূলের কার্যালয়ের সামনে বন্দুক নিয়ে হামলা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানা এলাকায়। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। কিছু বুঝে ওঠার আগেই স্কুটি নিয়ে চম্পট দিল আততায়ীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার ঘটনা l গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বি সন্তোষ কুমার। গুলিবিদ্ধ অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।মঙ্গলবার দুপুরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসের পাশে বসে কোনও কিছু নিয়ে আলোচনা করছেন বি সন্তোষ কুমার ও আরও কয়েকজন। তখন ৩ দুষ্কৃতী স্কুটারে করে সেখানে পৌঁছয়। পর পর গুলি চালাতে থাকে কাপড় দিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা। ৫ রাউন্ড গুলি চালায় তারা। দুষ্কৃতীদের চালানো একটি গুলি লাগে বি সন্তোষ কুমারের পায়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এর পর দুষ্কৃতীরা স্কুটারে করে এলাকা ছাড়ে। স্থানীয়রা আহত তৃণমূলকর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা গুলি চালাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘একটা গুলি চালনার ঘটনা ঘটেছে। কী কারণে গুলি চলল খতিয়ে দেখা হচ্ছে।’ ঠিক কী কারণে এই হামলা, আততায়ী কারা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে গিয়েছিল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি খালি কার্তুজও উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ওই স্কুটি এবং দুষ্কৃতীদের চিহ্নিতকরণও করা হয়েছে। তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *