দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মহিলাকে নানা ধরনের কুৎসিত অঙ্গভঙ্গি তিনি করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। মহিলা যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।৩৪ বছর বয়সি ওই যুবকের বাড়ি গড়িয়াহাট এলাকায়। ওই অ্যাপ ক্যাব চালককে জেরা করেছে পুলিশ।সূত্রের খবর, গাঙ্গুলিবাগানের বাসিন্দা এক মহিলা যাত্রী একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন। মঙ্গলবার দুপুরে গড়িয়াহাট যাওয়ার কথা ছিল তাঁর। এদিকে গাড়িতে ওঠার পরে তিনি এসির হাওয়া কমানোর জন্য একাধিকবার গাড়ির চালকের কাছে অনুরোধ করেন বলে তিনি দাবি করেছেন। কিন্তু তিনি কিছুতেই এসির হাওয়া কমাচ্ছিলেন না। এমনকী যাত্রীর কথায় তিনি কানও দিতে চাননি। এরপরই এনিয়ে কিছু কথাবার্তা হওয়ার পরেই তাদের উভয়ের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এদিকে গাড়ির মধ্যেই তাদের উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। এরপর গাড়িটি যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে আসে। সেই সময় মহিলা গাড়ি থেকে নেমে পড়েন। ওই গাড়ির চালকও গাড়ি থেকে নেমে পড়েন। এরপর রাস্তাতেই উভয়ের মধ্য়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারপর মহিলার দাবি, রাস্তাতেই তার গায়ে হাত দেওয়া হয়। তার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে মহিলার অভিযোগ। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই ওই অ্যাপ ক্যাব চালককে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাদবপুর থানার পুলিস পূর্ণ দাস রোড থেকে গ্রেফতার করে অভিযুক্তকে। আজ ধৃত ক্যাব চালক ললিত চৌপালকে আলিপুর আদালতে পেশ করা হয়।এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে ক্যাবের চালকদের একাংশ।