বিশ্বজিৎ নাথ :- কয়েকদিন আগেই ব্যারাকপুরের বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর হামলার ঘটনা ঘটেছিল। বেলঘড়িয়া রথতলা মোড়ের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছিল বাইক আরোহী দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বান দাসের কাছে ২০ লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তাঁর পরিবার। বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান, মাধ্যমগ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতের দিকে তিনি ব্যারাকপুর মোহনপুরে বাড়ির দিকে ফিরছিলেন। সোদপুর মুড়াগাছা থেকে দুটি বাইকে চারজন তাঁর গাড়ির পিছু নেয়। যদিও ভয়ে তিনি গাড়ি থেকে নামতে সাহস পায়নি। বাড়ির কাছাকাছি আসতেই রাস্তায় কর্তব্যরত পুলিশের তিনি সাহায্য নেন। বিপদ বুঝে ওরা এলাকা ছেড়ে চম্পট দেয়। মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও জানিয়েছেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পাবার চেষ্টা করছে।