Breaking News

সবজির দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের!আমজনতার স্বার্থে চালু আরও ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সবজি কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এই ঊর্ধ্বমুখী দামের জেরে খুচরো বাজারে শাক–সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। এই অবস্থা থেকে বাংলার মানুষকে রেহাই দিতে এগিয়ে এল রাজ্য সরকার।লেকমার্কেট এবং সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য।সুফল বাংলার স্টল থেকে বাজারের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কমে সবকিছু পাওয়া যায়। যেমন সরকারি এই স্টলে কেজি প্রতি জ্যোতি আলুর দাম ২৯ টাকা। কাঁচা লঙ্কা ১২০, আদা ২০০, রসুন ২৪০ টাকা। একইভাবে বাজারে যেখানে কেজি প্রতি উচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, সরকারি এই স্টলে তার দাম ৭০ টাকা। ইতিমধ্যে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল রয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিচার করে ক্রেতাদের স্বার্থে এই স্টলগুলি চালু করা হল।আচমকা ফসলের দাম ঊর্ধ্বমুখী কেন? মূলত, এবারে নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন পরেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই। বৃষ্টি না হওয়া, উপরন্তু তীব্র তাপদাহের জেরে ফসলের উৎপাদন কমে গেছে। স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *