প্রসেনজিৎ ধর:- আমার থেকে নিক অনেক ছোটো কিন্তু তাও আমাদের মধ্যে সামান্য টুকু সম্পর্কে চির ধরে নি।আমরা ভীষণ ভালো আছি।নিক ভীষণ ভালো মনের মানুষ।বলিউডে অভিনেত্রীর থেকে অভিনেতা বয়সে ছোটো বিয়ে করেছেন এই রকম কাপেল অনেকেই আছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে রাজকীয় ভাবে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানে বসে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আসর রাজস্থানের পর দিল্লি এবং মুম্বইতে প্রিয়াঙ্কা ও নীক জোনাস রিসেপশন পার্টি করে। রিসেপশনের পর মার্কিন মুলুকে উড়ে যান নিক ও প্রিয়াঙ্কা।শ্যুটিং ছাড়া নিক প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় মার্কিন মুলুকেই সময় কাটান।
কিন্তু শুটিং-এর জন্য মাঝে মধ্যেই এদেশে আসতেই হয় নিক প্রিয়াঙ্কা কে। এসবের মাঝেই এবার নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। ছবির শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে বিদেশে রয়েছেন নিক প্রিয়াঙ্কা।এবার নিক জোনাসের সঙ্গে বিয়ে এবং তাঁর সঙ্গে বয়সের তফাৎ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই।এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কা জোনাস বলেন, বয়সের জন্য কখনও তাঁর এবং নিকের সম্পর্কে বাঁধা হয়ে দঁড়ায়নি। নিকের সঙ্গে বিয়ের পর থেকে তিনি খুশি রয়েছেন বলেও জানান প্রিয়াঙ্কা।আমরা বিয়ের পর থেকে একে অপরের ভাল লাগার বিষয়টি নিয়ে বেশি চিন্তাভাবনা করি।আমার ও নিকের ভাল লাগা, মন্দ লাগার বিষয়টি সব সময় সামলে নিয়ে চলতে ভালো বাসী, কখনওই অসুবিধা হয় নি আমাদের মধ্যে আর আগামী দিনেও হবে না বলেই জানান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা জোনাস|