দেবরীনা মণ্ডল সাহা :- আসানসোলের পর বজবজ। ফের ভরদুপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে ওই দোকানে আসে ডাকাতদল। কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। এদিন দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় একটি গয়নার দোকান লুঠ করে দুষ্কৃতীরা। বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে। তারা ক্রেতা হিসেবে গয়না দেখতে চায়। দোকানদার অস্বীকার করলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ চালায়।জানা গিয়েছে, তিন ব্যক্তিই মুখে কালো কাপড় দিয়েছিল। তাদের মাথায় হেলমেট ছিল। এর পর দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। জানা গিয়েছে, সেই সময় ঘটনাস্থলে লোকজন অনেক কম ছিল। তাই দোকান মালিক চিৎকার করলেও সেভাবে সাহায্য পাননি তিনি।বিনা বাধাতেই তিন ডাকাতদল বাইক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার বিশাল পুলিশবাহিনী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদলকে চিহ্নিত করার কাজ করছেন বজবজ থানার আধিকারিকরা। বজবজ থানায় দোকান মালিক অরুণ জানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় অধরা ডাকাতদলের প্রত্যেকে।