প্রসেনজিৎ ধর:- লাদাখে মন্দির মোড়ে এলএসি- কাছে নদী পারাপার করছিল সেনাবাহী ট্যাঙ্ক। সেই সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, হড়পা বানে আসে নদীতে। মুহূর্তের মধ্যে ভেসে যান ৫ জওয়ান। নিহত পাঁচজনের মধ্যে ছিলেন একজন জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও।লাদাখে চিন সীমান্তের কাছে দৌলতবেগ ওল্ডি এলাকার নিয়োমা চুশুল এলাকা। সেখানেই চলছিল সেনার নদী পারাপারের একটি প্রক্রিয়া। সেই সময়ই নদীতে আচমকা আসে হড়পা বান। মুহূর্তে ভেসে যান ৫ জন। সূত্রের খবর লেহ থেকে ১৪৮ কিলোমিটার দরূরে মন্দির মোড় নামের এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কিছু সূত্রের দাবি, রাত ১ টা নাগাদ এই নদী পারাপারের এই প্রক্রিয়া চলছিল। জানা গিয়েছে, একটি ট্রেনিং পর্বের সময় এই ঘটনা ঘটছিল। বোধি নদী পারাপারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে এই ঘটনার সময় নদীর জল আচমকা বাড়তে শুরু করেছিল বলে খবর। তখন ওই সেনা জওয়ানরা টি৭২ ট্যাঙ্কে ছিলেন। হঠাৎ করেই ট্যাঙ্কে ঘিরে নদীর জল বাড়তে শুরু করে, বলে খবর। তখনই ওই বান আসে বলে খবর। এদিকে, এই ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর পৌঁছতেই, তাঁদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। পরে জানা যায়, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে।ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনও ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে।’’