দেবরীনা মণ্ডল সাহা :-বর্ষার শুরুতেই দু’কুল ছাপিয়ে বইছে গঙ্গা। স্কুল ছুটির পর সেই গঙ্গায় স্নান করতে নেমে করুণ পরিণতি হল ৩ স্কুল ছাত্রের। জলের টানে ভেসে গেল তারা। শনিবার সকালে মালদার বীরনগরের সরকারটোলা গ্রামের ঘটনা।স্থানীয়রা জানিয়েছেন, বীরনগর হাই স্কুলের নবম শ্রেণির ৮ ছাত্র শনিবার স্কুল ছুটির পর গঙ্গায় স্নান করতে নামে। গঙ্গার প্রবল স্রোতে ভেসে যেতে থাকে ৮ জনই। এদের মধ্যে ৩ জন কোনওক্রমে পাড়ে উঠে স্থানীয়দের সাহায্য চায়। স্থানীয় যুবকরা জল থেকে আরও ২ জন ছাত্রকে উদ্ধার করে। কিন্তু ভেসে যাওয়া ৩ ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের নাম আকাশ সাহা (১৪), কৃষ্ণ সাহা (১৪) ও আকাশ মণ্ডল (১৫)।
ঘটনার কথা জানিয়ে থানায় ফোন করেন স্থানীয়রা। সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নৌকায় করে নদীতে নিখোঁজ ছাত্রদের সন্ধান চালাচ্ছে তারা| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাও চালাচ্ছেন তল্লাশি অভিযান। এসেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। উদ্বেগের আবহ গোটা এলাকাতেই। এক প্রত্যক্ষদর্শী জানান, ৮ জন ছাত্র গঙ্গায় স্নান করতে নেমেছিল। তাদের মধ্যে প্রথমে একজন ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে আরও ২ জন স্রোতে ভেসে যায়। এভাবে মোট ৫ জন স্রোতের টানে ভেসে যায়। তখন বাকি ৩ জন ডাঙায় এসে চিৎকার শুরু করে। স্থানীয়রা জলে নেমে ২ জনকে উদ্ধার করতে পারলেও ৩ জনের খোঁজ নেই।