প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির মামলায় কলকাতা যোগ ৷ এবার সেই ঘটনার তদন্তে নেমে 8 জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শনিবার সকাল থেকেই ইডি আধিকারিকরা কলকাতা, যাদবপুর আলিপুর-সহ শহর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ।শনিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা বেরন। সেখান থেকে একদল আধিকারিক দক্ষিণ কলকাতার আলিপুরে পৌঁছন। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে তল্লাশি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা সাউথ সিটি, লেকটাউন, যাদবপুর-সহ মোট আট জায়গায় তল্লাশি করছেন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।ইডি সূত্রে খবর, সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে এই আট ব্যবসায়ীর যোগ খুঁজে পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা| তার জেরেই এদিন সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থায় কয়েকশো কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে ।সম্প্রতি সিঙ্গাপুরের ওই কয়েকশো কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির ঘটনার তদন্তভার আসে ইডি-র উপর । সেই মত তারা তদন্তে নেমে জানতে পারে, কলকাতা, যাদবপুর, আলিপুর, লেকটাউন এবং উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় কয়েকজন বড় ব্যবসায়ী এতে যুক্ত রয়েছেন । এরপরেই অ্যাকশনে নামে ইডি । এই একই মামলায় আলিপুরে ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলছে তল্লাশি আজ ।তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যের বাইরে এমনকী বিদেশে একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কলকাতার যোগ পাওয়া গিয়েছে ৷ সেক্ষেত্রেও কলকাতায় তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।