দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৌবাজারের পর এবার সল্টলেক। ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।মৃতের নাম প্রসেন মণ্ডল (২২)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে খবর যায় পুলিশের কাছে। বলা হয়, এক ব্যক্তি এক মৃত যুবককে নিয়ে এসেছে হাসপাতালে। খবর পাওয়া মাত্রই ছুটে যায় পুলিশ। যে ব্যক্তি ওই মৃত যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল তাঁকে আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ভোরবেলায় মোবাইল চুরির অভিযোগ ওই ব্যক্তি, তাঁর ছেলে ও এক বন্ধু মারধর করে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে এলে পুলিশ মৃত বলে ঘোষণা করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই আরও বাকি দু’জনকেও আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলেও জানা যাচ্ছে। আপাতত পুলিশের হাতে ধরা পড়েছেন তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মণ্ডল।শুক্রবার মুচিপাড়া থানা এলাকার ‘উদয়ন’ হস্টেলে এই একইরকম ভাবে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর করা হয়। তাতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। সেই ঘটনার পর আবাসিকদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সল্টলেকের ঘটনা। শহরে এভাবে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন সাধারণ মানুষ ।