দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বরাহনগরের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে টালবাহানা চলছে | আজ, সোমবারও বিধানসভা চত্বরে ওই দুই জয়ী বিধায়ক ধরনায় বসেছেন। এই রোজ ধরনায় বসে থাকা এবং শপথ না হওয়া নিয়ে আজও তাঁরা রাজ্যপালকে চিঠি পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যা নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও সৌজন্য দেখিয়ে রাজ্যপালের উদ্দেশে বার্তা দিয়েছেন।রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনড় অবস্থানের মুখে দুই বিধায়কের বক্তব্য, উনি বিধানসভায় আসুন। আর বিধানসভাতেই শপথবাক্য পাঠ করান। এবার বিধানসভার অধ্যক্ষ এমন পরিস্থিতি দেখে আজ সাংবাদিকদের বলেন, ‘আমি চাই আজই শপথ হোক বিধায়কদের। সারা রাজ্যের মানুষ এটা দেখছেন। তামাশার জায়গা করে দিচ্ছেন। রাজ্যপালের এটা বোঝা উচিত। এখনও আমি তাঁর কাছে সৌজন্যের সঙ্গে আবেদন করব, আপনি আসুন ওদের শপথবাক্য পাঠ করান। আমি আপনাকে গেট থেকে রিসিভ করে বিধানসভায় নিয়ে আসব।’আজও রাজ্যপালের পাশাপাশি স্পিকারকেও চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকারা। সে কথা সাংবাদিকদের নিজেই জানান বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন বলেন, “ওদের চিঠির প্রেক্ষাপটে আমিও চিঠি লিখব।” এর পাশাপাশি তিনি এও বলেন, “আমি আগেই বলেছি আবারও বলছি রাজ্যপাল আসুন বিধানসভায় ওদের শপথ বাক্য পাঠ করান। আর যদি ওনার এখানে আসতে অসুবিধা থাকে তাহলে পরিষদীয় গণতন্ত্রের কনভেশন অনুযায়ী স্পিকারের উপর দায়িত্ব দিন শপথবাক্য পাঠ করাতে।”