প্রসেনজিৎ ধর,কলকাতা:- আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জামিন দেয়। বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য ন’টি মামলায় জামিন পান আরাবুল।২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটেছিল। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। সেই ঘটনায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের নাম জড়ায়। খুনের অভিযোগ ছাড়াও সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃত আরাবুল ইসলামের নামে মোট ক’টি মামলা রয়েছে, কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি। সেই উত্তর মেলেনি বলে দাবি করে, হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের তৃণমূল নেতা। একইসঙ্গে কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন আরাবুল। এর আগে বেশ কয়েকবার হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। অবশেষে আজ, মঙ্গলবার আরাবুলের জামিন মঞ্জুর করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর মাঝেই গত এপ্রিলে আরাবুলকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড় বিধানসভার ‘আহ্বায়ক’ পদ দেওয়া হয়েছিল আরাবুলকে। সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এখন তিনি শুধুই তৃণমূলের কর্মী।