দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি। প্রথমবার না যেতে পারলেও, পর ইমেল মারফত জানান যে তিনি কবে যেতে পারবেন। সেই অনুযায়ী তিনি সদ্যই সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ইডির কর্তারা জিজ্ঞাসাবাদ করেন। টানা পাঁচ ঘণ্টা ধরে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার জানা গেল তিনি ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান।মঙ্গলবার ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে।১৯ জুন ইডির দফতরে গিয়েছিলেন ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওঁরাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’’ এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। এক সময়ে বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। পরবর্তী সময়ে টলিউড অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর। গৌতমের সংস্থার প্রযোজনায় কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সে সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে পাঁচ বছর আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁর থেকে তথ্য সংগ্রহ করেছিল ইডি।এর আগে চিটফান্ড মামলায় টাকা ফেরত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ও শতাব্দী রায়। এবার সেই পথে হেঁটেই ঋতুপর্ণা ৭০ লক্ষ ফেরত দিতে চান বলে দাবি ইডি সূত্রের।