প্রসেনজিৎ ধর, কলকাতা :- ১৩০০-রও বেশি শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করায় নম্বর সংশোধন হয় ১২০০০ পরীক্ষার্থীর। এই ঘটনায় ১৩০০-রও বেশি মূল্যায়নকারী শিক্ষকদের “সতর্কীকরণ” করল মধ্যশিক্ষা পর্ষদ।সম্প্রতি মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি রিপোর্ট সামনে আসে। তাতেই জানা যায়, যোগে ভুল করেছেন শিক্ষকরা। স্বভাবতই এই ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদ এবার শিক্ষকদের সতর্ক করেছে।দায়িত্বে অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না, বুঝিয়ে দিয়েছে পর্ষদ। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কীভাবে নম্বর যোগ করতে শিক্ষকরা ভুলে গেলেন, তা নিয়ে সবমহলই প্রশ্ন তুলছে। সূত্রের খবর, পর্ষদের তরফে ডেকে পাঠানো হয়েছে বেশ কয়েকজন শিক্ষককে। কীভাবে এটা হল জানতে চাওয়া হয়েছে, সতর্কও করা হয়েছে বলে খবর।মাধ্যমিকের খাতায় ১২ হাজার ভুল। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল দেখা গিয়েছে এবার। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। ফলে মেধাতালিকাতেও এসেছে বদল। মেধাতালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। অন্যদিকে, প্রথম দশের মেধাতালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।