প্রসেনজিৎ ধর :- সৎসঙ্গের অনুষ্ঠানে পদপৃষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশের হাথরসে ৷ মঙ্গলবার হাথরস জেলার পুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ২৭ জনের, আহত হয়েছেন আরও অনেকে ৷ মৃত্যুর সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷যদিও কীভাবে এত বড় বিপর্যয় ঘটে গেল, তা এখনও বিস্তারিত জানা যায়নি৷ এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, হাথরসের মুঘলগরহি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ এখনও পর্যন্ত এটাহের হাসপাতালে ২৭টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে৷ মৃতদের মধ্যে ২৩ জন মহিলা, তিনটি শিশু এবং একজন পুরুষ রয়েছেন৷ কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মৃতদের পরিচয়ও জানানর চেষ্টা চলছে৷ ঘটনায় শোকপ্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷সেই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন আগরার অতিরিক্ত ডিজি। ঘটনার খবর পেয়ে মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিংহ। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করার মতো পর্যাপ্ত চিকিৎসক ছিল না। হাসপাতালে এক জন চিকিৎসক ছিলেন। চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর দেড়ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও আধিকারিক আসেননি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।