দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবছর রথের চাকা গড়াবে না দিঘায়। পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে সৈকত শহরে। শুক্রবার এ কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এ বছর দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হচ্ছে না। তাই এ বছর নয় আগামী বছর থেকে দিঘায় জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রা হবে।আগামী ৭ জুলাই রথযাত্রা। ইতিমধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে এই রথের দিনই মন্দিরের দ্বার খুলতে পারে। কেউ কেউ আবার বলছেন, এ বছরই হয়ত একেবারে পুরীর আদলে রথযাত্রাও হতে পারে দিঘায়। এরইমধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গের দিঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো হবে এখানেও। রথযাত্রাও পালিত হবে।’মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনও অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দিঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের ক্ষেত্র।’