দেবরীনা মণ্ডল সাহা :-নিট বিতর্কের মাঝে এবার স্থগিত নিট-ইউজি কাউন্সেলিং। শনিবার নিট-ইউজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সেই কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। কবে এই কাউন্সেলিং হবে, সেই তারিখও ঘোষণা করা হয়নি এনটিএ-র তরফে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-র ফল প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। একদিকে যেমন গ্রেস মার্কসের জোরে ৬৭ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে বিতর্ক হয়, তেমনই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিও সামনে আসে। নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হলেও, এনটিএ এবং কেন্দ্রের তরফে সাফ জানানো হয় কোনওভাবেই নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে না।২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। কোনওভাবেই নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে না, সেই মামলায় সাফ জানিয়ে দিয়েছে এনটিএ এবং কেন্দ্রীয় সরকার। তাদের যুক্তি, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপদে পড়বেন।
এদিকে নিটের কাউন্সেলিং বন্ধ করা হবে না বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্ধারিত দিন অর্থাৎ আজ ৬ জুলাই মেডিক্যালের স্নাতকে ভর্তির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালেই যা স্থগিত করে দেওয়া হয়। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal