প্রসেনজিৎ ধর, কলকাতা :- মোট ৪৩টি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের মোট ৪৩টি মামলার তদন্তভার হাতে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এর মধ্যে ছিল সন্দেশখালির ঘটনা সহ রেশন দুর্নীতির মত গুরুত্বপূর্ণ মামলা। এই ৪৩টি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, সবকটি মামলারই তদন্ত চালিয়ে যাবে সিবিআই। সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় স্বতপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাই কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত ২৯ এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় রাজ্য | আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ওই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য ২-৩ সপ্তাহ সময় দেওয়া হোক। বিচারপতি গাভাইয়ের বেঞ্চ জানায়, শুনানি মুলতুবি থাকলেও তদন্তপ্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না। এমনকি, শীর্ষ আদালতে মামলা বিচারাধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে হাই কোর্টের শুনানিতে বাধা দেওয়াও যাবে না। অর্থাৎ, সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণ মেনে তদন্ত চালিয়ে নিয়ে যায় সিবিআই।লোকসভা নির্বাচনে বড় ইস্যু ছিল সন্দেশখালি কাণ্ড। কারণ এই ]ইস্যুকে সামনে রেখে লড়াই করেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস সন্দেশখালির মহিলাদের উপর যৌন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। আর তা নিয়ে হাজির হয় সিবিআই থেকে এনএসজি। আজ, সোমবার সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালতে।