Breaking News

ফ্ল্যাটে ডেকে ‘অনলাইন প্রেমিক’-কে আটক করে মুক্তিপণের দাবি!পাল্টা ফাঁদ পাতল পুলিশ,ধৃত দম্পতি সহ ৪

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বর্তমানে ডেটিং অ্যাপগুলির রমরমা বাজার। বহু তরুণ-তরুণী মনের মানুষ খোঁজার জন্য ডেটিং অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু, সেই অ্যাপেই প্রেমের ফাঁদ পেতে আর্থিক প্রতারণা| ঘটনায় কলকাতা থেকে এক দম্পত্তি সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।খাস কলকাতাতেই হানি ট্র্যাপে পা দিয়ে যুবক৷ হোটেলে ডেকে নিয়ে গিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তরুণী এবং তাঁর স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে৷ পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী যুবকের৷ পাটুলির বাসিন্দা ওই যুবক সদ্য পলিটেকনিক পাস করেছেন৷ জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয়ের পর গতকাল ওই যুবককে গল্ফ গ্রিন এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান ওই তরুণী৷অভিযোগ, ওই ফ্ল্যাটে পৌঁছে যুবক দেখেন, সেখানে ওই তরুণী ছাড়াও আরও দুই যুবক রয়েছেন৷ এর পর অভিযুক্ত যুবককে সেখানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে বলে দাবি জানায় অভিযুক্ত তরুণী এবং তার সঙ্গে থাকা দুই যুবক৷ছেলেকে ছাড়াতে এক লক্ষ টাকা দিতে হবে বলে ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অভিযোগকারী যুবকের মা৷ গোটা বিষয়টি পাটুলি থানায় গিয়ে জানান তিনি৷ এরপর অভিযুক্তদের ধরতে তাদের দাবি মতো টাকা দেওয়ার টোপ দেয় পুলিশ৷ টাকা নেওয়ার জন্য ওই গড়িয়া মোড়ে আসতে বলা হয় ওই তরুণীর সঙ্গীদের৷ সেই মতো গড়িয়া মোড়ে পৌঁছয় দুই যুবক৷ সেখানেই তাদের গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই কলকাতায় অন্য একটি ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ৷ সেখানে হানা দিয়েই আটক যুবককে উদ্ধার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী এবং তাঁর স্বামীকে৷ঘটনায় পিটার ডিসুজা এবং আনিষা দাস নামক আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *