Breaking News

মুম্বই সফরে মমতা!অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী,বৈঠক করবেন উদ্ধব-শরদ পাওয়ারের সঙ্গে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেই উদ্দেশ্যে আগামী ১১ জুলাই মুম্বই রওনা দেবেন মমতা, এমনটাই সূত্রের খবর । জানা গিয়েছে, মুম্বইয়ে একাধিক কাজ ও মিটিং রয়েছে তাঁর। ১৩ জুলাই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম শিডিউল অনুযায়ী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন তিনি। ১২ তারিখ দিনের বেলায় সারবেন একাধিক মিটিং। এরপরে বিকেলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, ১১ জুলাই অনন্তর বিয়ের অনুষ্ঠান। তার পরে ১২ জুলাই রিসেপশন বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে। মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম শিডিউল অনুযায়ী সেদিন সন্ধেয় জিও সেন্টারের অনুষ্ঠানে থাকবেন তিনি। ফলে একথা ধরেই নেওয়া যায়, যে অনন্ত আম্বানির বিয়ের রিসেপশনে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অনন্তর রিসেপশন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। থাকবেন মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে-সহ দেশের নানা প্রান্তের রাজনৈতিক নেতানেত্রীরা। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাঁদের কারও কারও কথাবার্তাও হতে পারে। সূত্রের খবর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। আম্বানিদের ছেলের বিয়ের রিসেশনে ইন্ডিয়া জোটের একাধিক নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *