Breaking News

চোর সন্দেহে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ!থানার বাইরে তুমুল বিক্ষোভ, পুলিশ-জনতা ধস্তাধস্তিতে রণক্ষেত্র ঢোলাহাট

দেবরীনা মণ্ডল সাহা :- চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের মারধরেই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। মৃতের নাম আবু সিদ্দিক হালদার (২১)। প্রতিবাদে থানার সামনে ব্যাপক বিক্ষোভ মৃতের পরিবারের সদস্যদের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।ঘটনার সূত্রপাত ৩০ জুন। ওইদিন মৃত আবু সিদ্দিক হালদারের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়৷ তিনি পুলিশে অভিযোগ জানান। এর পর ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ, মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এর পর আবু সিদ্দিককে থানায় দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওইদিন জামিন পান তিনি। তবে তখন তিনি গুরুতর অসুস্থ। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মথুরাপুর, ডায়মন্ড হারবারের পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার যুবককে পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়।এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন মৃতের কাকা মহসিন হালদার। তাঁর আরও দাবি, আসল চোরদের সামনে আনা হোক। একইসঙ্গে যে সমস্ত পুলিশ কর্মীরা তাঁর ভাইপোকে মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এই ঘটনায় সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘আদালতে পেশ করার সময় মেডিক্যাল কোনও সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *