Breaking News

‘যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান হয় না…’, ইউক্রেন নিয়ে নৈশাহারে পুতিনকে পরামর্শ মোদীর!মোদীর ভূয়সী প্রশংসায় পুতিন

দেবরীনা মণ্ডল সাহা :- সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। এদিন রাশিয়ার রাষ্ট্রপতির নোভো-ওগারিওভোর বাসভবনে চা পান করেন তাঁরা। তার আগে করমর্দন করে মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি পুতিন।কথোপকথনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অকুন্ঠ প্রশংসা করে পুতিন বলেন, তিনি পুরো জীবন জনতার সেবার জন্য উৎসর্গ করেছেন। কাজ করছেন ভারতের ভালর জন্য। শুধু তাই নয়, টানা তৃতীয়বার জেতার জন্যও মোদিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।গত দু’বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। সেই যুদ্ধে আমেরিকা-সহ প্রথম বিশ্বের বহু দেশই দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। সংবাদ সংস্থা এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, পুতিনকে একান্তে এই যুদ্ধে ইতি টানার আর্জি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুতিনকে তিনি বুঝিয়েছেন, আলোচনা এবং কূটনীতিই এ ক্ষেত্রে সাফল্য দিতে পারে। কিন্তু যুদ্ধ কখনওই নয়। দু’দিনের সফরে রাশিয়ার মস্কোয় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কূটনৈতিক আলোচনাও হয়েছে মোদীর। তবে সোমবার তাঁকে নিজের বাড়িতে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। সূত্রের খবর, সেখানেই পুতিনকে মোদী জানান, রাষ্ট্রসঙ্ঘের প্রাতিষ্ঠানিক চুক্তিকে ভারত সম্মান করে। প্রাদেশিক ঐক্য এবং সার্বভৌমত্বেও বিশ্বাস করে ভারত। সেই ভাবনা থেকেই তিনি মনে করেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *