Breaking News

‘লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বেহাল দশা কেন?’,লোকসভা নির্বাচনের পরে প্রথম শাহি সাক্ষাতে শুভেন্দু!

প্রসেনজিৎ ধর :- লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। আর নির্বাচনের ফল নিয়ে দিল্লিতে এবার আলোচনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মূলত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক দুই হেভিওয়েট নেতার মধ্যে। শাহের দিল্লির বাসভবনে বৃহস্পতিবার তাঁদের প্রায় ৪৫ মিনিট কথাবার্তা হয়েছে বলে নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু। কী নিয়ে কথা হয়েছে, তা-ও জানিয়েছেন। চোপড়া থেকে কামারহাটিকাণ্ড নিয়ে শাহকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব গণপিটুনির ঘটনা সামনে এসেছে, তার ভিডিয়ো ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু। তবে এ ছাড়া কী কী আলোচনা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির মধ্যে।এর মধ্যে মোদীর শপথ এবং অন্যান্য সময়ে শুভেন্দু দিল্লি গেলেও কোনও শীর্ষনেতার সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেননি। ফলে বৃহস্পতিবারের শাহ-শুভেন্দু আলোচনা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। সেখানে ভোটের ফল বা অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে শাহের সঙ্গে তিনি কথা বলেছেন কি না, তা অবশ্য শুভেন্দু জানাননি। এখন দিল্লিতেই রয়েছেন সুকান্ত। মন্ত্রকের কাজে রাজধানীতে গেলেও শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর কোনও সাক্ষাতের কর্মসূচি নেই বলেই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। সুকান্ত মন্ত্রী হওয়ায় রাজ্যে বিজেপির সভাপতি বদল হওয়ার সম্ভাবনা। বিজেপি শিবিরের দাবি, সে সব নিয়ে কথা বলতে আদৌ যাননি শুভেন্দু। তবে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে তিনি কথা বলে থাকতে পারেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *