Breaking News

অবশেষে বগটুই হত্যাকাণ্ডে চার্জ গঠন হল রামপুরহাট আদালতে!আগস্টে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব সংবাদদাতা :- বগটুই গণহত্যা কান্ডের চার্জ গঠন হল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে। প্রায় ২ বছর ৪ মাস পর এই মামলার চার্জ গঠন করা হল। আজ রামপুরহাট মহকুমা আদালতের দ্রুত নিষ্পত্তি সম্পন্ন আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ১২ ও ১৩ আগষ্ট সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের দিনও ধার্য করেছে আদালত। এদিনের চার্জ গঠনের সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপশ্রী। ২৮ মাস পর বগটুই গণহত্যা মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জগঠন। ২০২২ সালের ২১ মার্চ বগটুই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার জেরে গ্রামে গণহত্যা হয়। ঘরে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে মারা হয় ১০ জনকে। গণহত্যা কাণ্ডে ২৩ জন ধৃত জেল হেফাজতে আছে।অভিযুক্তের তালিকায় রামপুরহাট ১ ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনও রয়েছেন। সকলকেই শুক্রবার আদালতে হাজির করা হয়। একইসঙ্গে ৬ জনের জামিনের আবেদন করা হয়। তা খারিজ করে দেন বিচারক। সকলের উপস্থিতিতে খুন,অগ্নি সংযোগ,সংগঠিত অপরাধ-সহ একাধিক ধারায় চার্জশিট দেয় সিবিআই। আগামী মাসে তারই ভিত্তিতে সাক্ষ্যগ্রহণ হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *