Breaking News

শিশুর সঙ্গে কথা বলতে দেখে সন্দেহ!ছেলেধরা সন্দেহে গণপিটুনি, নাবালিকা সহ দু’জনকে মারধরের অভিযোগ বর্ধমানে

দেবরীনা মণ্ডল সাহা :-ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ। নাবালিকা-সহ দু’জনকে মারধর করার অভিযোগ এবার বর্ধমানে। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার পুলিশ। এলাকায় অপরিচিত মুখ দেখেই তাঁদের ছেলেধরা সন্দেহে গণপ্রহার করা হয় বলে স্থানীয়দের দাবি। স্থানীয় বাসিন্দা শেখ রকি, হীরা বেগমদের দাবি, শুক্রবার সকালে অপরিচিত পাঁচ জন তাঁদের এলাকার একটি বাচ্চার সঙ্গে কথা বলছিল। তাঁদের সন্দেহ হয়। পাঁচ জনের পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তখনই তাঁরা পালাবার চেষ্টা করেন। স্থানীয় কয়েক জন তাঁদের ধাওয়া করেন। ২০ নম্বর ওয়ার্ডের তেলমারুই পাড়া এলাকায় এক নাবালিকা-সহ দু’জনকে ধরে ফেলেন তাঁরা। বাকিরা পালিয়ে যান। দু’জনকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, ‘‘খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছে নাবালিকা-সহ দু’জনকে উদ্ধার করেছে।’’ তাঁর সংযোজন, ‘‘বার বার এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে পুলিশ-প্রশাসনের তরফে। তবুও এ রকম ঘটনা বন্ধ করা যাচ্ছে না! আমরা আরও বেশি প্রচারে জোর দেব।’’ অন্যদিকে, আক্রান্তদের এক জন কানাই দেব বলেন, ‘‘ওই এলাকার ভিক্ষা করতে গিয়েছিলাম। স্থানীয়েরা ঘিরে ধরল। কী করব কিছু বুঝতে পারিনি। ছেলেধরা সন্দেহে মারধর করল।’’ এই ঘটনায় আটক বা গ্রেফতারির কোনও খবর এখনও মেলেনি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *