প্রসেনজিৎ ধর :- চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে মারমুখী জনতার মুখে পড়ে যায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জও করতে হয় পুলিশতে। বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককেও।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের একটি গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া একটি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে ও স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে|এলাকাবাসীদের অভিযোগ, অন্যদিনের মত এদিনও স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। ক্লাস চলাকালীন শিক্ষক এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। পরে ওই ছাত্রী তার মা-বাবা ও প্রতিবেশীকে বিষয়টি জানায়।এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই স্কুলে বিক্ষোভ দেখায় এবং অভিযুক্ত শিক্ষকের উপরে চড়াও হয়। এরই মধ্যে ঘটনার খবর যায় খণ্ডঘোষ থানায়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় খণ্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী। সেই সময় পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। ক্ষুদ্ধ জনতার সঙ্গে শুরু হয় পুলিশের বচসা, যা ধ্বস্তাধস্তিতে পৌঁছয়। পুলিশ মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়িটি। এমনকী বেশকয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়ায় উত্তেজনা।