দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরসভার অধিবেশনে ‘ভাষা সৌজন্য’। বিগত দিনে বিজেপির বিরুদ্ধে বারংবার হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই বিজেপিরই এক হিন্দিভাষী কাউন্সিলরকে কলকাতা পুরসভার অধিবেশনে বাংলায় বলতে বললেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের সেই ‘অনুরোধ’ রেখে নিজের মতো করেই বাংলায় বলার চেষ্টাও করলেন সেই কাউন্সিলর। শুক্রবার পুরসভার অধিবেশনে পাঁচ নম্বর প্রস্তাব রাখতে ওয়েলে ওঠেন উত্তর কলকাতার পোস্তা এলাকার বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। তিনি বলতে শুরু করলে মেয়র ফিরহাদ হাকিম তাঁকে থামিয়ে দেন। তাঁকে বাংলায় বলার জন্যে বলেন। জবাবে বিজয় ওঝা ভাঙা ভাঙা বাংলায় জানান, তিনি হিন্দিতে সম্বোধন করেছেন। তবে প্রস্তাব রাখার সময় বাংলাতেই বলবেন | যদিও ফি অধিবেশনে সিংহভাগ কথা হিন্দিতেই বলেন তিনি। এদিন মেয়রের ধমকে তা আর বলতে পারেননি। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও দেখা গিয়েছে জয়ী তৃণমূল সাংসদরা দিল্লিতে গিয়ে শপথ নিয়েছেন বাংলায়। তৃণমূলের টিকিটে জয়ী মহিলা প্রার্থীদের সকলেই শপথ নিয়েছিলেন শাড়ি পরে। এমতাবস্থায় এটা স্পষ্ট বাংলার সংস্কৃতি, বাঙালির কৃষ্টি, সর্বোপরি বাঙালিয়ানাকে সর্বাগ্রে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। এদিন পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলরের হিন্দি বুলি থামিয়ে সেটাই আরও একবার প্রমাণ করলেন ফিরহাদ।রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পুরসভার অধিবেশনের সময় বিজয় ওঝা ওয়েলে উঠে হিন্দিতে কথা বলতে শুরু করেন। তখন তাঁকে থামিয়ে মেয়র ফিরহাদ হাকিম বাংলায় বলতে বলেন। জবাবে বিজেপি কাউন্সিলর বলেন, ‘হম হিন্দি মে সম্বোধন কিয়া। লেকিন বাংলা মে হি বোলেঙ্গে।’ অর্থাৎ, হিন্দিতে সম্বোধন করলেও বাংলাতেই কথা বলব আমি। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন্যান্য সময় অধিবেশনে হিন্দিতেই নিজের বক্তব্য পেশ করে থাকেন বিজয় ওঝা। তবে এদিন সরাসরি মেয়র তাঁকে বাংলায় বলতে বলায় সেই ‘অনুরোধ’ ফেলতে পারেননি পোস্তা অঞ্চলের এই কাউন্সিলর। শুক্রবার তিনি যতক্ষণ বলেন, ততক্ষণ বাংলাতেই কথা বলার চেষ্টা করেন। এদিকে বলার সময় তাঁর ‘ভুল’ ধরিয়ে দেন তৃণমূল কাউন্সিররা |