Breaking News

মানিকতলা তৃণমূলের দখলেই!৬২ হাজার ভোটের ব্যবধানে মানিকতলায় জিতলেন সুপ্তি পাণ্ডে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মানিকতলা বিধানসভা কেন্দ্রে জিতল তৃণমূল। প্রায় ৬২ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। কল্যাণ চৌবেকে পরাস্ত করে মানিকতলা তৃণমূলের দখলেই রাখলেন সাধনপত্নী সুপ্তি পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। তিনি জীবিত থাকাকালীনই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলার গণনায় কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল‌্যাণ চৌবে। সেই মামলার কারণেই সাধনবাবু প্রয়াত হলেও দীর্ঘদিন উপনির্বাচন হয়নি ওই আসনে। অবশেষে গত ১০ জুলাই হয় উপনির্বাচন। শনিবার ছিল ভোটগণনা। শুরু থেকেই এগিয়ে ছিলেন সাধন জায়া সুপ্তি পাণ্ডে। ঘড়ির কাঁটায় সাড়ে দশটা নাগাদ মোটামুটি স্পষ্ট হয়ে যায় ফল। ষষ্টদফার গণনা শেষে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সুপ্তিদেবী। গণনা শেষে দেখা গেল এবারও মানিকতলা তৃণমূলের দখলেই। সাধন পাণ্ডের পর এবার তাঁর স্ত্রীর কাছে আরও বেশি ব্যবধানে হারতে হল কল্যাণকে৷ তিনি অবশ্য ভোটের দিন তৃণমূলের সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মতো অভিযোগ তুলে আগে থেকেই ফের হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷মানিকতলা উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। গোটা তৃণমূল শিবির জানত, বাবার ছেড়ে যাওয়া বিধানসভা আসনে প্রার্থী হতে প্রবল আগ্রহী ছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *