নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতার বুকে ফের প্রোমোটারের দাদাগিরির অভিযোগ | চিৎপুরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটার উত্তম হালদারের বিরুদ্ধে। প্রোমোটিং সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে গেলে প্রথমে বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। তার পরে মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।এমনকি, ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, ওই প্রোমোটার এলাকায় নিজেকে স্থানীয় বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন।কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের পর চার নম্বর ওয়ার্ডে প্রোমোটারি নিয়ে গণ্ডগোলের জেরে শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। তা নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই চিৎপুর থানায় প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ভারতীয় ন্যায় সংহতির ধারায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর, হুমকি, ভীতি প্রদর্শন, সম্মানহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগকারীর উপর মামলা প্রত্যাহারের চাপ দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘটনার কথা জানিয়ে পোস্টও করেছেন আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। দিন কয়েক আগে কাশীপুরে এক প্রোমোটারকে মারধরের ঘটনা ঘটেছিল। সেই প্রোমোটারের অভিযোগ ছিল, অভিজিৎ মণ্ডল ওরফে রানা মেয়র পারিষদ অতীনের নাম করে তোলা চেয়েছিলেন। তা দিতে অস্বীকার করায় অফিসে এসে মারধর করেন রানা ও তাঁর দলবল।পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক জনকে গ্রেপ্তার করেছে। তার রেশ কাটতে না কাটতে আবার উত্তর কলকাতাতেই মারধরের ঘটনা।