Breaking News

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ মালদহে! পুলিশের গুলিতে জখম ২, আক্রান্ত পুলিশ

নিজস্ব সংবাদদাতা :- বিদ্যুৎ বিভ্রাটে জেরবার গ্রামের মানুষ। প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন তাঁরা। শুরু হয়েছিল জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধ ঘিরেই তুলকালাম কাণ্ড ঘটল মালদহের মানিকচকের এনায়েতপুরে। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘায়েল হয়েছেন মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ, পুলিশের গুলিতে দু’জন গ্রামবাসী আহত হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট চেয়েছে নবান্ন। মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। আটকানো হয় পথ। তাঁদের দাবি, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। শামিনুর বিবি নামে এক মহিলা বলেন, ‘‘দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না মানিকচকে। সারা রাত বিদ্যুৎ থাকে না। বাচ্চারা, অসুস্থ লোকজন কষ্ট পাচ্ছেন। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। আমাদের হরতাল চলছে, চলবে।’’ বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা হামলা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধকারীদের একাংশ। তখনই পাল্টা পুলিশ গুলি ছোড়ে। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ। গোটা এলাকা এখন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। পুলিশ এই বিষয়ে বিশদে মুখ খুলতে চায়নি। এক আধিকারিক জানিয়েছেন, তিন জন পুলিশ কর্মী গুরুতর আহত। বাকি বিষয় খতিয়ে দেখার পর জানানো হবে।এরপর পুলিশের বিরুদ্ধে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। তাতে আহত হন দুজন। গ্রুত তাঁদেরকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশের বক্তব্য, গুলি চালানো হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়েছে। দু’তরফেই আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, ‘‘গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। আমি বহু বার ডিভিশনাল অফিসারকে বলেছিলাম সমস্যা মেটাতে। তা সত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখুপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরের মানুষজন অবরোধে অনড় ছিলেন। যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *