Breaking News

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি চায় কলকাতা হাইকোর্ট!নথিপত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ৮ অগাস্ট পর্যন্ত

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল হাইকোর্ট।বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থাকছে।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে আপাতত ২৬টি অভিযোগ রয়েছে পুলিশের কাছে। ওই ২৬টি মামলায় তাঁকে এর আগে ‘রক্ষাকবচ’ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ওই ২৬টি মামলারই কেস ডায়েরি চেয়েছেন। একই সঙ্গে, ওই মামলাগুলিতে দেওয়া অন্তর্বর্তী নির্দেশে শুভেন্দুকে যে ‘রক্ষাকবচ’ দেওয়া হয়েছিল, তা-ও বহাল রেখেছে হাইকোর্ট।শুভেন্দুকে ওই রক্ষাকবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর অন্তর্বর্তী নির্দেশের জেরেই কয়েক মাস আগের ‘খলিস্তানি’ বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও তা করতে পারেনি রাজ্য। বৃহস্পতিবারের নির্দেশের পরে অনেকেই মনে করছেন, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে হাই কোর্ট। ২০২২ সালেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, দলবদল করার পরে তাঁর বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত’ ভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই হয় ওই এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো ওই সমস্ত অভিযোগের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য আটকে দেওয়ার চেষ্টা করছে।এর আগে ওই ২৬টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। তখন হাইকোর্ট জানিয়েছিল, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *