প্রসেনজিৎ ধর :- রবিবার ২১ জুলাই শহিদ সমাবেশ ও ২৩ তারিখ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর এ মাসেই দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ তথা বৃহস্পতিবার দিল্লি গিয়ে রবিবার ২৮ তারিখ কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম মিটিং রয়েছে। ওই বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতেই তৃণমূল কংগ্রেসের সংসদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।২৮ জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। ২৬ তারিখেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও কয়েকটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি না গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠিয়েছেন। কিন্তু নবান্নের এক কর্তার মতে, বাংলার বকেয়া টাকা পয়সার বিষয়টি এমনি ঝুলে রয়েছে। তার উপর এই বৈঠকে একটি ভিশন ডকুমেন্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির নকশা পেশ হবে। সেই মানচিত্রে বাংলাকে কোথায় রাখা হয়েছে তাও দেখতে চাইবেন মুখ্যমন্ত্রী।তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর বাজেট অধিবেশনের সময়ে মমতা একবার দিল্লিতে যান। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। এবারও তাই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।