Breaking News

বাড়িতে ঢুকে গলা টিপে খুন অষ্টম শ্রেণীর ছাত্রীকে!পরে থানায় আত্মসমর্পণ যুবকের,উত্তেজনা মালদহে

দেবাশিস পাল,মালদহ :- বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পন যুবকের।মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ঘটনা।শুক্রবার সকাল থেকে ঘটনার জেরে উত্তপ্ত মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ পরিবার-পরিজন গ্রামবাসীর। মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা।পরিবারের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন।সেই সময় বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি।সেই সময় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে।বাড়ির বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ। ভাইকে ঘরের দরজা বন্ধ করে আটকে রেখে খুন করা হয় বলে অভিযোগ।শুক্রবার সকাল থেকে মালদহ- নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারসহ গ্রামবাসীরা।অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ সুত্রে জানা গিয়েছে,রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।ওই যুবককে রাতে গ্রেফতার করা হয় অবশেষে পুলিশে আশ্বাসে অবরোধকারী মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন।এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখবে বলে জানায় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *