বিশ্বজিৎ নাথ :- বৃহস্পতিবার ভোর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর মূলাজোড় নতুনপাড়া। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে হাতের জোড়া চুরি ও কানের দুল ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। আলমারি খুলে ৭০-৮০ হাজার মূল্যের কালী ঠাকুরের গহনা লুঠ করে ওই দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কিত ৬২ বছরের শর্বানী ভট্টাচার্য। অভিযোগ, পাশের বাড়ির দেওয়াল বেয়ে ছাদে উঠে এক দুষ্কৃতী। দরজা না থাকায় অনায়াসে নীচে নেমে আসে ওই দুষ্কৃতী। পাশের তিনটি ঘরের দরজা বাইরে থেকে লক করে ওই দুষ্কৃতী। ঘন্টা খানেক অপারেশন শেষে দুষ্কৃতী পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে, একজন ঘরের ভেতরে ঢুকলেও বাকি দু’তিনজন বাইরে ছিল। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।