Breaking News

বিদ্যুতের বিল বৃদ্ধি করার প্রতিবাদে বিজেপিকে মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি করতে পারবে বিজেপি। ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে তাদের। সেই সঙ্গে মিছিলও করতে পারবেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন এবং সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই কর্মসূচির দিন ধার্য করা হয়েছে।তবে হাই কোর্টের তরফে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে।আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিল এবং অবস্থান করতে হবে। ওইদিন দুপুর আড়াইটে থেকে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিছিল করা যাবে। ওই মিছিলে নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে মোট এক হাজার জন জমায়েত হতে পারবেন। ওই মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে কর্মসূচির নির্দেশ কলকাতা হাইকোর্টের |এছাড়া, কলকাতায় বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলও করা যাবে। অনুমতি দিয়েছে আদালত। বিজেপির পক্ষে আদালতে সওয়াল করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য।বিজেপির এই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচির আয়োজন করতে বলেছে আদালত। এক হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কর্মসূচিতে এমন কিছু করা যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। বিজেপির এই কর্মসূচিতে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও কলকাতার যুগ্ম সচিবকে দিয়েছে আদালত। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছে বিজেপি। সিইএসসি বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, দাম না কমলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। কিছু দিন আগে সিইএসসি দফতরে গিয়ে বিজেপির প্রতিনিধি দল এই সংক্রান্ত দাবিপত্র জমা দিয়ে এসেছিল। প্রতিবাদ কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাতেই কর্মসূচির অনুমতি দেওয়া হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *