প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংযত, শৃঙ্খলাপরায়ণ কর্মী হতে হবে, যাঁরা ২০২৬-এ আরও বড় জয় এনে দেবেন। মেগা সমাবেশ থেকে স্পষ্ট বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, নবীন-প্রবীণ দুই শিবিরই দলের জন্য অপরিহার্য। ২১-এর মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উৎসাহ-উদ্দীপনা, দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম।’ এবার ধর্মতলায় একুশের জুলাইয়ের মঞ্চ থেকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম হল নবীন ও প্রবীণ। নতুনদের নিয়ে পথে নেমে দলকে শক্তিশালী করতে হবে প্রবীণদের।
লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ফের সংসদে গিয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা। রবিবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁরা উপস্থিত। আর সেই মঞ্চ থেকেই নবীন-প্রবীণ নিয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের ভাল ফলের কথা উল্লেখ করে দলকে আরও এগিয়ে যেতে হবে বলে বার্তা দেন তিনি। আর সেই কাজে নবীন-প্রবীণদের হাতে হাত ধরে চলার কথা বললেন। অভিষেক বলেন, “পুরনো যাঁরা আছেন, তাঁদের নতুনদের নিয়ে পথে নেমে দলকে আরও শক্তিশালী করতে হবে। মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দীপনা। দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম।” রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, নবীন-প্রবীণদের নিয়েই যে দল এগিয়ে যাবে, সেই বার্তা স্পষ্ট করে দিলেন অভিষেক।
Hindustan TV Bangla Bengali News Portal