Breaking News

গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘুরুন,যাঁরা ভোট দেননি তাঁদের কাছে ক্ষমা চান,২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মীদের বার্তা মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে দলের নেতা,কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলনেত্রীর পরামর্শ, হেরে যাওয়া এলাকায় গিয়ে মানুষের কাছে ভুলের জন্য প্রয়োজনে ক্ষমা চাইতে হবে৷ পাশাপাশি দলের নেতাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘোরার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷তৃণমূলনেত্রী বলেন, ‘যেখানে আমরা জিতিনি, সেখানে গিয়ে মানুষকে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন৷ হয়তো আমাদের বিশ্বাসযোগ্যতায় খামতি ছিল৷ ভবিষ্যতে যাতে তা না হয়, আমরা দেখব৷ মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভাল৷ তাতে শরীর, মন ভাল থাকে৷ বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভাল, সাইকেলে ঘোরা ভাল৷’মমতা বলেন, ‘‘আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকে শপথ নিন। আমরা লড়াই করব।’’ তার পরেই তিনি বলেন, ‘‘বৃষ্টি গায়ে লাগল তো? এ তো স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু নোংরা গায়ে লাগলে সেটা ধোয়া যায় না। কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’’এদিন বক্তব্য রাখতে গিয়ে বার বারই দলের নেতাদের কোনওরকম অন্যায়, দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মমতা৷ স্পষ্ট হঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে দলের কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে৷ জনপ্রতিনিধিা মানুষকে পরিষেবা না দিলে তাঁদের সঙ্গেও সম্পর্ক ছেদ করবে দল৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *