Breaking News

‘পার্থ গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন?’এসএসসি কাণ্ডে পার্থর গ্রেফতারি নিয়ে অভিষেক টানলেন নিট প্রসঙ্গ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-‘এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে ইডি তাঁকে গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করবে না ?’২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শিক্ষা দুর্নীতিকে হাতিয়ার করে এবার ধর্মেন্দ্র প্রধান নিয়ে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের মুখে এদিন ফের শোনা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাও। উঠে আসে নিট কেলেঙ্কারির প্রসঙ্গ। দুই ইস্যু ধরেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শান দেন। সাম্প্রদায়িক বিভাজনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণও করেন পদ্ম শিবিরকে। তবে সব কিছুর মধ্যে ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। এদিন একুশের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার, ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তাঁদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। ২০২১ সালে একুশে জুলাই আমরা মানুষকে বলেছিলাম আমরা আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার একবছর পরে ২০২২ সালে একুশে জুলাইয়ের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। তাহলে স্বাধীন ভারতের সর্ব বৃহৎ নিট কেলেঙ্কারির কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ?”একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগেও ফের আরও একবার সরব হন এদিন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *