নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে আদালতে ঝুলছে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি। বিচারাধীন সেই বিষয় নিয়ে রবিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আশ্বাসবাণী শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কারও চাকরি যাবে না।মমতা বন্দোপাধ্যায় বলেন, “বিজেপি আন্দোলনে পারে না। তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি। একটাও কাজ করতে যাচ্ছি। আদালতে PIL খাচ্ছে। আর PIL খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, তো কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। আমরা লড়ছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। লড়াই আমার করব। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁরা নিজের পায়ে দাঁড়িয়েছেন।”গত মাসে রাজ্যে প্রায় ৫ লক্ষ ওবিসি সংরক্ষণ অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২০১০ সাল থেকে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে আদালত। তবে ওই সংরক্ষণের অধীনে পাওয়া চাকরি বাতিল বলে ঘোষণা করেনি আদালত। বিচারপতিরা জানিয়েছেন, কোনও জাতিকে ওবিসি তালিকাভুক্ত করতে যে বিধি পালন করতে হয় তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে রাজ্য সরকার। এর ফলে যোগ্যরা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন। যদিও হাইকোর্টের সেই রায় মানেন না বলে আগেই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।