Breaking News

নতুন দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে চিঠি পাঠালেন রাজ্যপাল, হতে পারে জরিমানাও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার সবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত চার বিধায়কের শপথ মঙ্গলবার হবে। তার মধ্যেই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের চিঠি গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের কাছে।প্রথমবার বিধায়ক হিসেবে এই অধিবেশন থেকেই পথ চলা শুরু হওয়ার কথা সায়ন্তিকাদের। কিন্তু তার আগে ফের জটিলতা। রাজ্যপাল তাঁদের চিঠি পাঠিয়ে জানালেন, এই শপথ বেআইনি। অধিবেশনে যোগ দিলে জরিমানা হবে। সংবিধানে সেই নিয়ম আছে বলে চিঠিতে উল্লেখ করেছেন সি ভি আনন্দ বোস । মোট ৩৭ টি ধারা তুলে ধরে সমস্যার কথা জানিয়েছেন তিনি।তিনি জানিয়েছেন, স্পিকারের এক্তিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথবাক্য পাঠ করানোর। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন, চিঠিতে তা সায়ন্তিকা-রেয়াতের কাছে জানতে চেয়েছেন বোস। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না করান, তবে তা অসাংবিধানিক।এ ক্ষেত্রে দুই বিধায়কের ৫০০ টাকা জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে। স্পিকারকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন সায়ন্তিকা। উপনির্বাচনে বরাহনগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রেয়াতকে গত ৫ জুলাই শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপাল বোস শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। বোস চিঠিতে জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। প্রসঙ্গত, দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর পরে বিমান জানিয়েছিলেন, যেহেতু বিধানসভার অধিবেশন চালু আছে, তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেতে পারে না। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন সায়ন্তিকা-রেয়াতকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *