Breaking News

আনন্দপুরে গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী!কোন ছক কষছিলেন তারা খতিয়ে দেখছে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- একদিকে সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গত দুই সপ্তাহ ধরে চলছে আন্দোলন। পড়শি দেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়েছে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। আনন্দপুর থেকে চার বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে | ২১ জুলাই রবিবার মিজান শেখ, রুবেল শেখ, সবুজ কুণ্ডু ও রাহুল শেখকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। সকলেই ওপার বাংলার বাসিন্দা। বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, তাঁরা কোনও যথাযথ পরিচয়পত্র দেখাতে পারেনি। তাঁরা স্বীকারও করেছেন, বেআইনিভাবে ভারতে প্রবেশ করার কথা। প্রায়শই বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটে। মূলত সীমান্তবর্তী জেলাগুলি থেকে এই গ্রেফতারির খবর আসে।অনুপ্রবেশ-ইস্যুকে সামনে রেখে নিয়মিত সরব হতে শোনা যায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। সীমান্ত পার করে এ রাজ্যে বহু বাংলাদেশির অনুপ্রবেশ হয় বলে প্রায়ই অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। পাল্টা শাসকদল শুনিয়ে দেয়, সীমান্তের নিরাপত্তা বিষয়টি রাজ্য প্রশসান দেখে না। সুতরাং কেউ অবৈধ পথে সীমান্ত পার করে এলে তার দায় কেন্দ্রকে নিতে হবে।স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে আনন্দপুর থানা এলাকায় চার জনকে ঘোরাফেরা করতে দেখা যায়। গোপন সূত্রে খবর ওই এলাকায় তল্লাশি চালনো হয়। প্রথমে অভিযুক্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের থেকে কোনও বৈধ নথি মেলেনি। এমনকী জেরায় তাঁরা বেআইনিভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে নিয়েছেন বলেও পুলিশ সূত্রের খবর। এরপরই তাঁদের গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।এর আগেও একাধিকবার আনন্দপুর থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশ-ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারে বারে বিজেপিকে সরব হতে দেখা যায়। গেরুয়া শিবিরের বহুদিনের অভিযোগ, সীমান্ত পার করে বাংলায় বহু বাংলাদেশির অনুপ্রবেশ হয়। পাল্টা সীমান্তের নিরাপত্তা রাজ্য প্রশাসানের এক্তিয়ারভুক্ত নয় বলেও তোপ দাগে তৃণমূল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *