প্রসেনজিৎ ধর, কলকাতা :- মন্দারমনির পরে এবার শঙ্করপুরে। সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক।সোমবার শঙ্করপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ৩ জন। তার মধ্যে মৃত্যু ১ পর্যটকের। উদ্ধার করা হয়েছে বাকি ২ জনকে। তিনজন মিলেই স্নানে নেমেছিলেন। তিনজনেই তলিয়ে গিয়েছিলেন। ২ জনকে নুলিয়ারা উদ্ধার করেন। বাকি একজনকে পাওয়া যাচ্ছিল না। জোয়ারে ভেসে ওঠে তাঁর প্রাণহীন নিথর দেহ। যদিও মৃতের নাম, ঠিকানা এখনও জানা যায়নি। মন্দারমনি কোস্টাল থানার পুলিস দেহটি উদ্ধার করছে। পূর্ণিমার কোটালের কারণে এদিন সকাল থেকে উত্তাল ছিল সমুদ্র। যদিও সমুদ্র নামার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি ছিল না। তাই পর্যটকরা স্নান করতে নেমেছিলেন। আর স্নান করার সময়ই আচমকা বিপত্তি ঘটে। ঢেউয়ের টানে তিন পর্যটক সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন সকাল থেকে খুব বেশি-ই উত্তাল ছিল সমুদ্র। কিন্তু সমুদ্র নামার ক্ষেত্রের নিষেধাজ্ঞা না থাকায় অনেক পর্যটক-ই স্নান করতে নেমেছিলেন। এখন স্নান করার সময়ে আচমকাই তিনজন তলিয়ে যেতে থাকেন। দেখতে পেয়েই কয়েকজন নুলিয়া তাঁদের উদ্ধারে ঝাঁপান।২ জনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যান। বেশ কিছুক্ষণ ধরে তাঁর খোঁজে তল্লাশি চলে। তারপর একসময় তাঁর দেহ সমুদ্রে ভেসে ওঠে।ছদিন আগেই মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে বিচে তলিয়ে গিয়েছিলেন ৬ পর্যটক। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকি এক জনের খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছিল, ৬ বন্ধু মিলে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন।